গাবতলীতে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১০

67

মুহাম্মাদ আবু মুসা
বগুড়ার গাবতলীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নারীসহ কমপক্ষে ১০জন গুরুত্বর আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার সোনারায় ইউনিয়নের জামিরবাড়িয়া বুড়িতলা গ্রামে এই হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। জানা গেছে, ওই গ্রামের মৃত মুগলু মিয়ার ছেলে শহিদুল ইসলামের সাথে প্রতিবেশী মৃত জয়েন উদ্দিন মন্ডলের ছেলে আব্দুল খালেক এর সাথে বাড়ির কিছু জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ কয়েকবার শালিস বৈঠক করলেও শহিদুলেরা সমাধানে আসেনি বলে অভিযোগ করা হয়। এর ধারাবাহিকতায় শুক্রবার সকালে শালিস বৈঠক করা হলে কোন সমাধান হয়নি বা শহিদুল ইসলাম ও তার লোকজন শালিস বৈঠকের সিদ্ধান্ত মেনে নেয়নি। কিন্তু বিকেলে শহিদুল ইসলাম ও তার দলবল জায়গাটি দখল করার উদ্দেশ্যে কয়েকটি স্থানে কিছু গর্ত করতে নিলে প্রতিপক্ষ আব্দুল খালেক গর্ত করতে নিষেধ করেন। এ সময় শহিদুল ইসলাম ও তার দলবল হামলা চালিয়ে লাঠি সোটা ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারীভাবে আঘাত করে। আব্দুল খালেককে রক্ষা করতে অন্যান্য এগিয়ে আসলে তাদের উপরও হামলা চালিয়ে গুরুত্বর আহত করা হয়। আহতরা হলো জামিরবাড়িয়া বুড়িতলা গ্রামে মৃত জয়েন উদ্দিন মন্ডলের ছেলে আব্দুল খালেক (৭০), তার ছেলে বেলাল হোসেন (৩২), বিলু মন্ডল (২১), বয়েন উদ্দিনের ছেলে আবুল কালাম (৩৫), আনছার আলী (৪২) ও তার (আনছার) স্ত্রী আলফা বেগম (৩৫), আব্দুল খালেকের স্ত্রী বেলী বেগম (৪৫), বয়েন উদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগম (৬৫), বেলাল হোসেনের স্ত্রী রাশেদা বেগম (২৫)। গতকাল এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার প্রেক্ষিতে থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছিল। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) সনাতন চন্দ্র সরকারের সাথে কথা বললে তিনি জানান, এ সংক্রান্ত অভিযোগ বা মামলা দিলে তদন্ত পূর্বক যথাযথভাবে আইনগত ব্যবস্থা নেয়া হবে।