গাবতলীতে যুবলীগের সংবাদ সম্মেলন

66

মুহাম্মাদ আবু মুসা
বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি, গাবতলী উপজেলা চেয়ারম্যান ও বগুড়া-৭ আসনের নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী রফি নেওয়াজ খানকে দোষারোপ করে জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাজেদুর রহমান সাহীন কর্তৃক মন্তব্য করার প্রতিবাদে গাবতলী উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন করেছেন। ১৩সেপ্টেম্বর/২৩ বুধবার গাবতলী প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৯ সেপ্টেম্বর ছাতিয়াতলা রিসোর্টে গাবতলীর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভিপি সাজেদুর রহমান সাহীন সোনারায় ইউপির নির্বাচিত তারাজুল হত্যাকান্ডে তিনি উপজেলা চেয়ারম্যানের সাথে দ্বন্দ্বের কথা উল্লেখ করেছেন যা আদৌ সঠিক নয়। তারাজুলের সাথে উপজেলা চেয়ারম্যানের কখনো দ্বন্দ্ব ছিলো না। এছাড়াও বিগত পৌর নির্বাচনে টাকা নেয়া ও দেয়া বিষয়ে যে বক্তব্য দিয়েছেন তা সংগঠনের মান মর্যাদা ক্ষুন্ন করেছেন। গাবতলী পৌরসভায় দীর্ঘদিন থেকেই বিএনপি সমর্থিতরা মেয়র নির্বাচিত হয়ে আসছেন, সেখানে বিগত নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন নৌকার প্রার্থী। এখানে সকলের চেষ্টায় নৌকার ভোট বেড়েছে। সেইখানে ভিপি সাহীনের বক্তব্য নেতাকর্মীদের মনোবল দূর্বল করা চেষ্টা ছাড়া অন্য কিছু নয়। বরং পৌর নির্বাচনে তার যে বক্তব্য ভাইরাল হয়েছিল তার কারণে সাধারণ ভোটার ভীত হয়ে নৌকার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়ায় পৌর নির্বাচনে মেয়র প্রার্থীর পরাজয় হয়েছে। একই সাথে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলুকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আব্দুল মান্নান আকন্দের বক্তব্যের প্রতিবাদ এবং ভবিষ্যতে এ ধরনের কার্মকান্ড থেকে বিরত থাকার আহাবান জানিয়েছেন। নইলে যুবলীগ কঠোর কর্মসূচী দিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানাবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক আবু জাহিদ পায়েল, ত্রাণ বিষয়ক সম্পাদক সাগর মিয়া, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আনিছুর রহমান পাশা, মহিষাবান ইউনিয়ন যুবলীগের সভাপতি শংকর কুমার রায়, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, নাড়ুয়ামালা ইউনিয়ন যুবলীগের সভাপতি রাকিবুল হাসান রকি, সাধারণ সম্পাদক আলফাজুর রহমান, রামেশ্বরপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাজিব, সুখানপুকুর ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক পলাশ রায় পলান, নেপালতলী ইউনিয়ন যুবলীগের আহবায়ক নিউটন, যুগ্ম আহবায়ক সুজন, নশিপুর ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজ্জাক, যুবলীগ নেতা রমজান, রনি, রানা, কৃষ্ণ, নয়ন, বিপ্লব, নুহু, লিওন, মিল্লাত, রাব্বি, রয়েল, ছাত্রলীগ নেতা কাজল, সিহাব প্রমুখ।