তালোড়ায় ভলেণ্টিয়ার এসোসিয়েশন এর আয়োজনে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা

53

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় ভলেণ্টিয়ার এসোসিয়েশন এর আয়োজনে ২০২৩সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫প্রাপ্ত ও বিগত শিক্ষাবর্ষে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২২সেপ্টেম্বর শুক্রবার দুপুরে তালোড়া আদর্শ কেজি স্কুল হলরুমে এসোসিয়েশনের সভাপতি কেএম মেহেদী হাসানের সভাপতিত্বে ও সহসভাপতি আবু রায়হানের পরিচালনায় সংবর্ধনা সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন বগুড়া শাহ সুলতান কলেজের সহকারী অধ্যাপক মোঃ এমদাদুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালোড়া পৌরসভার মেয়র আব্দুল জলিল খন্দকার, গুনাহার ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ আবু তাহের, বীরমুক্তিযোদ্ধা তালোড়া ইউপির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, প্রধান শিক্ষক সামছুল ইসলাম টুটুল, সাইফুজ্জামান, প্রাক্তন প্রধান শিক্ষক আফজাল হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর শাহিনুর ইসলাম শাহিন, অভিভাবক আসমাউল হুসনা দিনা, শিক্ষার্থী জোবায়ের হোসেন, তামিরা হাসান প্রমুখ। সভা শেষে এসোসিয়েশনের পক্ষ হতে অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান ও কৃতি ছাত্র-ছাত্রীদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। সভায় পৌর কাউন্সিলরগণ, এসোসিয়েশনের উপদেষ্টা আরিফুল হক, শরিফুল ইসলাম, আশরাফুল ইসলাম, রেজাউল ইসলাম, অভিভাবকগণ সহ এসোসিয়েশনের সদস্যগণ উপস্থিত ছিলেন।