দুপচাঁচিয়ায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

56

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
‘বিনিয়োগে অগ্রাধিকার, কন্যা শিশুর অধিকার’ এই প্রতিপাদ্য নিয়ে দুপচাঁচিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস আলোচনা সভা, কেক কর্তন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ৩০সেপ্টেম্বর শনিবার উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা সহকারী কমিশনার(ভূমি) রূপম দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রেসকাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াছমিন, থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ডেস্কের দায়িত্বপ্রাপ্ত এএসআই শরিফা বানু, কিশোর-কিশোরী কাবের শিক্ষক পাপিয়া বসাক, আরিফা সুলতানা প্রমুখ। পরে দিবসটি উপলক্ষে কেক কর্তন ও সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।