বগুড়ায় মাদক বিরোধী অভিযানে ২১ (একুশ) বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

49

প্রেস বিজ্ঞপ্তি:
অদ্য ১১/১০/২০২৩ খ্রি. রাত ০২.০৫ ঘটিকায় গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন ফাঁসিতলা স্বপ্নসিড়ি হাইওয়ে হোটেল এন্ড রেস্টুরেন্ট এর পূর্বপাশে রংপুর টু ঢাকাগামী হাইওয়ে পাকা রাস্তার উপর মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ মানিক মিয়া (৪৫), পিতা-মোঃ শাহ আলম, মাতা-মৃত মমতাজেন্নেছা, সাং-রাখালিয়া, ইউনিয়ন-৪নং সোনাপুর, থানা-রায়পুর, জেলা-লক্ষীপুর, ২। মোঃ ওমর ফারুক (১৯), পিতা-মোঃ জয়নুল হক, মাতা-মোছাঃ পারুল বেগম, সাং-সুখ্যাতী, থানা-আটোয়ারী, জেলা-পঞ্চগড়দ্বয়ের হেফাজত হতে ২১ (একুশ) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করা হয়। যার অবৈধ বাজার মূল্য আনুমানিক =৬৩,০০০/- (তেষট্টি হাজার) টাকা। ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) জনাব মোঃ আব্দুর রাজ্জাক এর নির্দেশনায় সহ-অধিনায়ক (পুলিশ সুপার) জনাব মোঃ মাহফুজ আফজাল ও অতিরিক্ত পুলিশ সুপার জনাব তাপস সরকার, সহকারী পুলিশ সুপার জনাব একেএম খালেকুজ্জামান, পিপিএম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় এসআই(নিঃ) মোঃ রায়হান কবির, এএসআই(নিঃ) মোঃ আবুল কালাম আজাদ, কং/মোঃ আব্দুল্লাহ শেখ, কং/মোঃ শফিকুল ইসলাম, কং/পারভেজ হোসেন, কং/ফজলে রাব্বি এবং নারী কং/মোছাঃ সুলতানা এর সহায়তায় উক্ত অভিযানটি সফলভাবে পরিচালিত হয়। এ সংক্রান্তে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৪(খ) একটি মামলা দায়ের করা হয়েছে।