গাবতলীর হাতিবান্দায় এক সিএনজি চালকের লাশ উদ্ধার।

56

বিপ্লব রহমান,গাবতলী (বগুড়া) সংবাদদাতা:
বগুড়ার গাবতলীতে নাজমুল হক (৩২) নামের এক অটো রিক্সা চালক নিখোঁজের ৩দিন পর স্থানীয় একটি ধানক্ষেত থেকে ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে, উপজেলার দূর্গাহাটা ইউনিয়নের হাতিবান্ধা দক্ষিণপাড়া এলাকায়। জানা গেছে, উপজেলার দূর্গাহাটা ইউনিয়নের হাতিবান্ধা মধ্যপাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে অটোরিজ চালক নাজমুল হক গত শুক্রবার ২০ অক্টোবর জুম্মার নামাজ শেষে বাড়ী থেকে বের হয়ে নিখোঁজ হয়। নিখোঁজের পর থেকে তার ব্যক্তিগত মোবাইল ফোনটাও বন্ধ ছিল। বাবা-মা ও আত্বীয়-স্বজনেরা অনেক খোঁজাখুঁজি করেও নাজমুলকে না পেয়ে অবশেষে মাইকিং করে। হাতিবান্ধা শান্তির মোড় থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে একটি ধানক্ষেত থেকে গতকাল রোববার দুপুরে নাজমুলের ক্ষত বিক্ষত দেহ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। নিহত নাজমুলের পরিবারের অভিযোগ, আঘাতে আঘাতে নাজমুলের মুখমন্ডল থেতলানো হয়েছে এবং বুক কালোজখম করা হয়েছে। শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা নাজমুলকে হত্যা করে লাশ ধানক্ষেতে ফেলে গেছে। এ ব্যাপারে মডেল থানায় সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) নিয়াজ মেহেদী জানান, নাজমুল হক নামের এক ব্যক্তিকে পরিকল্পিতভাবে জখম করে হত্যা করা হয়েছে । এ ব্যাপারে মডেল থানার ওসি সনাতন চন্দ্র সরকার বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড । তদন্ত করলেই প্রকৃত রহস্য জানা যাবে।