দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ড যানজট ও ফুটপাত নিরসনের লক্ষ্যে ভ্রাম্যমান আদালতে ৪’৫০০ টাকা জরিমানা আদায়

49

উজ্জল চক্রবর্তী শিশির দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা ৩১ অক্টোবর মঙ্গলবার সি ও অফিস বাস স্ট্যান্ড এলাকায় বগুড়া -নওগাঁ মহাসড়কের রাস্তার দুই ধারে ফুটপাতে হকারের দোকান ও ছ’ মিলের কাঠের গুল রাখার দায়ে মান্টু করাত কলের ২’হাজার টাকা,কাঁচা বাজারের ফুটপাতের রাস্তা উপরে দোকান বসিয়ে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করায় কাঁচামাল ব্যবসায়ী আমিনুল ইসলাম কে ২’হাজার টাকা,এছাড়াও মোটরসাইকেল নিয়ে মহাসড়কে ড্রাইভিং করায় গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৫শত টাকা সহ মোট ৪’হাজার ৫’শত টাকা ভ্রাম্যমান আদালতে জরিমানা করেন দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্র সুমন জিহাদী,সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার,থানার অফিসার ইনচার্জ(ওসি)আবুল কালাম আজাদ,ভারপ্রাপ্ত বন কর্মকর্তা আখতারুজ্জামান রাঙ্গা,পৌর কাউন্সিলর আকরাম হোসেন,সহ দুপচাঁচিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে কর্মকর্তা উপস্থিত ছিলেন । এরপর সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের রাস্তার দু’পাশে কয়েকটি করাত কলের মালিক কে কাঠের গুল ও ফুটপাতের রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টি করার কারণে কিছু দোকানদারকে ভ্রাম্যমান দোকান সড়িয়ে নেওয়া নির্দেশ দেন।