দুপচাঁচিয়ায় জামাত নেতা সাবেক ইউপি চেয়ারম্যান সহ বিএনপির ৫ জন ও ৪ জুয়ারীকে গ্রেফতার

47

উজ্জ্বল চক্রবর্তী শিশির দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার দুপচাঁচিয়ায় নাশকতা মামলায় গোবিন্দপুর সাবেক ইউপি চেয়ারম্যান ও দুপচাঁচিয়া উপজেলার জামাতের রাজনৈতিক সম্পাদক সহ বিএনপি’র ৫ জনকে ২ রা নভেম্বর বুধবার দিবাগত রাতে তাদেরকে গ্রেফতার করে দুপ চাঁচিয়া থানা পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলো দুপচাঁচিয়া থানা দিন গোবিন্দপুর ইউনিয়নের মৃত- করমতুল্লাহ প্রাং এর ছেলে মজিবর রহমান ওরফে মজি(৬৫)(রাজনৈতিক সম্পাদক দুপচাঁচিয়া, জামায়াত),এর বিরুদ্ধে মামলা নং -১২,ধারা -৬(২)এর ( ই)/৬(২)এর(ঈ)/৬(২)এর (উ)/১০/১১/১২ সন্ত্রাস বিরোধী আইন,২০০৯(সংশোধনে ২০১৩)ধারায় তদন্তে প্রাপ্ত সন্ধিগ্ধ আসামী।এবাদে নাশকতা মামলার আসামিরা হলো ৪ নং- গুনাহার ইউনিয়নে বিএনপি সাংগঠনিক সম্পাদক মৃত- খোরশেদ আলী মন্ডল এর ছেলে হাবিবুর রহমান(৩৮),উপজেলা বিএমপির শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মন্ডল এর ছেলে মতিন মন্ডল(৩৭),দুপচাঁচিয়া থানাধীন ৫ নং-গোবিন্দপুর ইউনিয়নের বিএনপি’র সভাপতি মৃত আলহাজ্ব গুলজার হোসেন মল্লিক এর ছেলে এস এম হেলাল হোসেন মনোয়ার (৫০),উপজেলা বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মৃত উদ্দিন মন্ডল ছেলে শফিউল ইসলাম শাজাহান(৬৩).এদের সকলের থানা দুপচাঁচিয়া। নাশকতা মামলায় গ্রেফতার আসামিদের বিরুদ্ধে দুপচাঁচিয়া থানার মামলা নং- ১৫,ধারা -15(3) The special powers Act,1974 রুজু করা হয়।
এছাড়াও গোপন সংবাদের ভিত্তিতে দুপচাঁচিয়া থানার এস আই পলাশ অধিকারী ফোর্স সহ গুনাহার ইউনিয়নের দোষিয়া গ্রামে টহল অবস্থায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিত্যক্ত বাড়িতে জুয়া খেলা আসর চলছিল,পুলিশের উপস্থিতির টের পেয়ে পালানোর চেষ্টা কালে তাৎক্ষণিকভাবে ৪জুয়ারী কে জুয়া খেলার সরঞ্জামাদি সহ আটক করে।আটকরা দুপচাঁচিয়ার সদরের নিমাইকোলা এলাকার নুরুল মন্ডলের ছেলে আখের আলী মন্ডল(৩০),সিদ্দিক প্রামাণিকের ছেলে ফিরোজ প্রামানিক(২৯),আব্দুর রহমানের ছেলে মুকুল প্রাং-(৪০) ও বড় ধাপ এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে মিজানুর রহমান ওরফে মিঠু(২৯).এদের সকলের থানা দুপচাঁচিয়া,জেলা বগুড়া।জুয়া খেলার আসামিদের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনে মামলা রুজু করে সকল আসামিদেরকে ৩ নভেম্বর বৃহস্পতিবার বগুড়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয় বলে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি)আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন।