নন্দীগ্রামে জাতীয় সমবায় দিবসে র‌্যালি ও সনদ বিতরণ

42

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। ‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়।
শনিবার ( ৪ নভেম্বর) বেলা ১১টায় র‌্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি দুলাল চন্দ্র মহন্ত, থানার ওসি মো. আনোয়ার হোসেন, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. বকুল হোসেন। সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার ঝরনা রানী দেবনাথ। উপস্থিত ছিলেন সমবায় বিভাগের সহকারী পরিদর্শক আব্দুস সালেক, আওয়ামী লীগ নেতা আব্দুল বারীক, লুৎফর রহমান, হেলাল উদ্দিন প্রমুখ। সভাশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্প-২ মাড়িয়ার সমবায় সমিতিকে নিবন্ধন সনদপত্র প্রদান করা হয়।