রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ

72

উজ্জ্বল চক্রবর্তী শিশির দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ
রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিরাপত্তা বিভাগ. পুলিশ-১শাখা,স্মারক নম্বর:- ৪৪.০০.০০০০.০৯৪.০৬.০০৩.১৯.১৬০৭ প্রজ্ঞাপনে ৬ নভেম্বর তারিখে অতিরিক্ত পুলিশ সুপার পদ হইতে পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করেছেন। তিনি ২০১০ সালে সহকারী পুলিশ সুপার পদে ২৮ তম বিসিএস এর মাধ্যমে প্রথম যোগদান করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশে। পরবর্তীতে ২০১২ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে সহকারী পুলিশ সুপার পদে এস এস এফ এর সদস্য হিসেবে দেশের বিভিন্ন স্থান সহ নিরাপত্তায় দায়িত্ব পালন করেছেন এবং তার সাথে বিভিন্ন দেশে সফরেও নিরাপত্তার দায়িত্বে ছিলেন।এছাড়াও ২০১৬ সালে বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগমনে সময়ও এস এস এফ এর নিরাপত্তা টিমের অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।এরপর তিনি কুড়িগ্রাম জেলায় কর্মরত ছিলেন।পরে বগুড়া জেলায় অতিরিক্ত পুলিশ সুপার পদে জেলা সদর সার্কেলের কর্মরত থাকা অবস্থায় সততা ও দক্ষতার সহিত কর্মময় জীবন পার করেছেন এর পাশাপাশি জেলা পুলিশের মিডিয়ার মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন।২০২০ সালে ২৯ শে নভেম্বর তিনি বগুড়া থেকে লালমনিরহাট জেলার ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে সুপার হিসেবে কর্মরত ছিলেন। এরপর গত ১৭ ই মে ২০২১ ইং তারিখে পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত ডিআইজি কাজী জিয়াউদ্দিনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের আদেশ জারি করে রাজশাহী জেলায় অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি)হিসেবে দায়িত্ব পালন ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)হিসেবে দক্ষতার সহিত পালন করেন,তিনি পুলিশ সুপার পদোন্নতি পেয়ে তার কর্মদক্ষতা ও বিচক্ষণতা কাজে লাগিয়ে বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করবেন বলে আশাবাদী । তিনি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তার কার্যক্রমে সর্বদা কর্মজীবনে যেন তার অর্পিত দায়িত্ব সুষ্ঠ ভাবে পালন করতে পারেন সেজন্য সকলের কাছে আশীর্বাদ কামনা করেছেন।
সনাতন চক্রবর্তী পদোন্নতি পাওয়ায় বগুড়া এক্সপ্রেস.কম এর সম্পাদক শফিউল শিবলু ব্যবস্থাপনা সম্পাদক আপেল মাহমুদ এবং দুপচাঁচিয়া উপজেলা প্রতিনিধি উজ্জ্বল চক্রবর্তী শিশির এক বিবৃতিতে অভিনন্দন জানিয়েছেন।