৪ এপিবিএন, বগুড়ার সাইবার টিম কর্তৃক হারানো মোবাইল ফোন উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর

54

প্রেস বিজ্ঞপ্তি: ০৭/১১/২০২৩ খ্রি. ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার সুযোগ্য অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) জনাব মোঃ আব্দুর রাজ্জাক এর নির্দেশনায় সহ-অধিনায়ক (পুলিশ সুপার) জনাব মোঃ মাহফুজ আফজাল, অতিরিক্ত পুলিশ সুপার জনাব তাপস সরকার, সহকারী পুলিশ সুপার জনাব নাহিদ হাসান, সহকারী পুলিশ সুপার জনাব একেএম খালেকুজ্জামান, পিপিএম এর তত্ত্বাবধানে সাইবার সেলে কর্মরত পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ আরিফ আলী, এএসআই (নিঃ) সোলায়মান আলী,এএসআই(নিঃ) মোঃমজিবর রহমান এর নেতৃত্বে সাইবার টিম কর্তৃক দেশের বিভিন্ন থানায় হারানো মোবাইল ফোন উদ্ধার করা হয়। অত্র ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার জনাব তাপস সরকার এর মাধ্যমে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে।

হারানো মোবাইল ফোন ফেরত পেয়ে ভুক্তভোগীরা ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, নিশিন্দারা, বগুড়া কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেছেন।
সাইবার ক্রাইমের হট লাইন-০১৩২০-১৯০২০৫/ ০১৩২০-১৯০২০৬-এ যোগাযোগ করে আপনার অভিযোগ/পরামর্শ নিতে পারেন।
উল্লেখ্য যে, সাইবার ক্রাইম সংক্রান্তে সকল ধরণের সহযোগিতার জন্য প্রস্তুত “সাইবার ক্রাইম টিম”