দুপচাঁচিয়ায় বাল্যবিবাহ নিরোধকল্পে দিনব্যাপী কর্মশালা

51

দুপচাঁচিয়া(বগুাড়) প্রতিনিধিঃ
বাংলাদেশে বাল্যবিবাহ বন্ধে তৎপরতা ত্বরান্বিত করা(ফেস-২) শীর্ষক প্রকল্পের আওতায় বাল্যবিবাহ নিরোধ আইন ও বিধি এবং উপজেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির কার্যক্রম সংক্রান্ত দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৯ নভেম্বর বৃহস্পতিবার দুপচাঁচিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদীর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াছমিনের পরিচালনায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি-দুপচাঁচিয়া এলাকার সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. নুরুল ইসলাম তালুকদার। প্রধান আলোচকের বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর বগুড়ার উপপরিচালক শহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক, একাডেমিক সুপারভাইজার শাহ মো. মাহদুন্নবী, উপজেলা প্রেসকাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, উপজেলা ইমাম মোয়াজ্জিন সমিতির সভাপতি সহকারী অধ্যক্ষ মাওঃ আজিজুর রহমান, শিক্ষার্থী তোহা আহম্মেদ, ঋতু মনি প্রমুখ।