বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

50

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (১১ নভেম্বর) বিকেলে জেলা যুবলীগের উদ্যোগে শহরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে বগুড়া জিলা স্কুল মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক ও বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু, বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান, সাংবাদিক আব্দুল মোত্তালিব মানিক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টি জামান নিকেতা, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, সাগর কুমার রায়, তপন কুমার চক্রবর্তী, রফি নেওয়াজ খান রবিন, আবু সুফিয়ান সফিক, আব্দুস সালাম, কামরুল মোর্শেদ আপেল, সাবিয়া সাবরিন পিংকি সরকার, জুলফিকার রহমান শান্ত, রাশেকুজ্জামান রাজন, শহিদুল ইসলাম দুলু, মাহফুজুল আলম জয়, ভিপি শেখ মতিউর রহমান, তারিকুল ইসলাম তারেক, তপন চন্দ্র দুলাল, শাহিনুর রহমান মন্টি, আহমেদুর রহমান বিপ্লব, ভিপি এম সুলতান আহম্মেদ, নজরুল ইসলাম বিটুল, আইয়ুব তরফদার, ফিদা হাসান খান টিটো, আব্দুস সাত্তার, গোলাম ফেরদৌস, উদয় কুমার বর্মন, ইফতারুল ইসলাম মামুন, মোস্তাফিজুর রহমান ভুট্টো, শাজাহান আলী, ইউনুস আলী টনি, আশিক আহম্মেদ, ফরহাদ হোসেন জুয়েল, মমিনুল ইসলাম চৌধুরী লিটন, জিল্লুর রহমান, জাহাঙ্গীর আলম জনি, মাহমুদ আশরাফ মামুন, বনি আমিন মিন্টু, বাদশা আলমগীর প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে যুবলীগের সংগ্রাম অব্যহত রয়েছে। যে স্বপ্ন নিয়ে প্রখ্যাত সাংবাদিক ও মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মনি যুবলীগের অগ্রযাত্রা শুরু করেছিলেন, সেই পথেই সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে যুবলীগ এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায়। যুবলীগের ইতিহাস অপশক্তির অপরাজনীতির বিরুদ্ধে সংগ্রামের ইতিহাস। প্রতিষ্ঠালগ্ন থেকেই যুবলীগ মানুষের অধিকার আদায়ের সংগ্রাম করছে। মহান মুক্তিযুদ্ধসহ দেশের সকল গনতান্ত্রিক আন্দোলনে যুবলীগের সক্রিয় অংশ গ্রহন রয়েছে। যুবলীগ নেতাকর্মীরা জনগনের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। অতীতে যেমন আগুন সন্ত্রাস, নৈরাজ্য, দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে যুবলীগ রাজপথে সোচ্চার ছিল, এখনো রয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া পৌর ২১ টি ওয়ার্ডের নেতাকর্মী, বগুড়া সদর উপজেলাসহ ১২টি উপজেলার নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে জিলা স্কুল মাঠে উপস্থিত হন।

এর আগে এদিন সকালে শহরের টেম্পল রোড দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ করেন জেলা যুবলীগের নেতাকর্মীরা। এরপর বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুস্পস্তুর্বক অর্পণ করা হয়।।