দুপচাঁচিয়া সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল দুই যুবক নিহত আহত এক

62

উজ্জ্বল চক্রবর্তী শিশির দুপচাঁচিয়া( বগুড়া)প্রতিনিধিঃ
বগুড়ার দুপচাঁচিয়া থানাধীন সাহারপুকুর ব্রিজ সংলগ্ন এলাকায় ঢাকা কোচ শ্যামলী পরিবহনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত আহত হয়েছেন একজন। নিহতারা হলেন আদমদীঘি উপজেলার দরিয়াপুর গ্রামের হোসেন আলী ছেলে শাকিল আহমেদ(২২) ও একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সজীব হোসেন(২২),এই ঘটনায় আহত হয়েছেন আদমদিঘী থানার প্রাণনাথপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মাহবুব হোসেন(২২).এ ব্যাপারে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)সনাতন চন্দ্র সরকার জানান,১৩নভেম্বর রাত পৌনে দশটার দিকে মোটর সাইকেলে থাকা তিন যুবক বগুড়া থেকে আদমদিঘী বাড়িতে যাচ্ছিলো পথিমধ্যে দুপচাঁচিয়া থানার চৌমুহনী বাজারের ৩০০ গজ পশ্চিমে বগুড়া নওগাঁ মহাসড়ক সাহার পুকুর ব্রিজ সংলগ্ন টিএমএস অটো মিলের রাস্তার সামনে বিপরীতমুখী নওগাঁ থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের বাস যাহার রেজিঃনং-ঢাকা –১১-৫১২১ তাদের মোটরসাইকেলের ধাক্কা দিলে। মোটরসাইকেলে থাকা তিন যুবক ছিটকে রাস্তার উপরে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন বিকট আকারে শব্দ শুনে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাৎক্ষণিক তিন যুবককে আদমদিঘী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করে।অপর আহত মাহবুবকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় নিহতের ভাই রাকিব হোসেন বাদী হয়ে দুপচাঁচিয়া থানায় মঙ্গলবার সকালে একটি এজাহার দায়ের করেন। পরবর্তীতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। যেহেতু এটা আর্টিয়ের( R.T.A) মামলা মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে বাদীর পরিবারের সঙ্গে আলোচনা করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয় ও ঘাতক বাসটি আটক করে থানা হেফাজতে রাখে।দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে যায়।