নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে বগুড়ার নন্দীগ্রামে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ। সংক্ষিপ্ত সমাবেশে নেতারা নির্বাচনের আগ পর্যন্ত যেকোনো পরিস্থিতিতে মাঠে থেকে বিএনপি-জামায়াতের নাশকতা প্রতিরোধ করার ঘোষণা দেন।
বুধবার (১৫ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ মিছিল বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বাসস্ট্যান্ড সংলগ্ন সাবেক বাঁধন সিনেমা হল এলাকায় মহাসড়কের পাশে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবি, সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মো. আনিছুর রহমান। জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল মিঞা, গোলাম মোস্তফা, উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি দুলাল চন্দ্র মহন্ত, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ফিরোজ কামাল ফারুক, নন্দীগ্রাম পৌর আওয়ামী লীগের সভাপতি মো. বকুল হোসেন সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।