দুপচাঁচিয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায়

49

দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধিঃ
দুপচাঁচিয়া ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায়। ১৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুপচাঁচিয়া থানা বাস স্ট্যান্ড এলাকায় একটি গ্যাস সিলিন্ডার বিক্রয়ের দোকানের বৈধ লাইসেন্স না থাকায় ভ্রাম্যমান আদালতে মালিক শিফা কে ৩ হাজার টাকা,পাশে আরেকটি মুদির দোকানে মেয়াদ উত্তীর্ণ পন্য রাখার অপরাধে মুদির দোকানের মালিক বিপ্লবকে ৫ শত টাকা,এছাড়াও দুপচাঁচিয়া সি অফিস বাস স্ট্যান্ড জোবেদা শপিং সেন্টারে দুইটি কসমেটিক্স এর দোকানে মেয়াদ উত্তীর্ণ কসমেটিক্স প্রসাধনী পণ্য ও কসমেটিক্স প্রসাধনী পণ্যের তারিখ না থাকায় পিংকি কসমেটিক্স গিফ্ট এন্ড লেদার হাইস কে ৫ হাজার ও বধুয়া কসমেটিক্স কে ১ হাজার টাকা সহ মোট ৯ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার( ভূমি) লিজা আক্তার বিথী,এ সময় সঙ্গে ছিলেন থানার এসআই এরশাদ আলী,ভ্রাম্যমান আদালতে প্রেসকার আব্দুর রহমান সহ পুলিশ সদস্য।