দুপচাঁচিয়ায় চোরাই মালামাল কেনা বেচা চক্রের সক্রিয় ২সদস্য গ্রেফতার

73

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার দুপচাঁচিয়ায় চোরাই মালামাল কেনা বেচা চক্রের সক্রিয় ২সদস্য গ্রেফতার।১৯ নভেম্বর রবিবার সন্ধ্যায় দুপচাঁচিয়া থানাধীন জিয়ানগর বাজার এলাকায় চোরাই মোটরসাইকেল ও ব্যাটারি চালিত ইজি বাইক বিক্রয় হবে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)সনাতন চন্দ্র সরকার এর নির্দেশে এসআই পলাশ অধিকারী ফোর্স সহ জিয়ানগর বাজার মাধাই মুড়ি রাস্তার উপরে একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে কিছু সময় পর একটি মোটরসাইকেল ও ইজি বাইক রাস্তায় এলে পুলিশের সন্দেহ হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং মোটরসাইকেল ও ইজিবাইকের কাগজপত্র দেখতে চাইলে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের দুজনকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত ২ জন জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার হারগোছা গ্রামের ছায়ের কাজীর ছেলে আসলাম কাজী(২৪), অপরজন আক্কেলপুর থানার রাইকালী বাজারের খাঁপাড়া এলাকার আমজাদ হোসেনের ছেলে খোরশেদ (৫০).এদের কাছ থেকে ব্যাটারি চালিত ইজিবাইক যাহার আনুমানিক মূল্য-১,২০,০০০/( এক লক্ষ বিশ হাজার)টাকা ও একটি লাল কালো রঙ্গের 110সিসি ডিসকভার মোটরসাইকেল যাহার রেজিঃনং-JOYPURHAT- HA-11-9079,আনুমানিক মূল্য ৮০,০০০( আশি হাজার)টাকা মূল্যে মালামাল দু’টি জব্দ করে।ঘটনা বিবরণে আরো জানা যায় আসামী দুজন ১ নং -আসামী আসলাম কাজী ও ২নং- আসামী-খোরশেদ এর বিরুদ্ধে পূর্বে বিভিন্ন থানায় ৪ টি করে পৃথক পৃথক মামলা রয়েছে। গ্রেফতারকৃত দুইজন আসামীকে আইনগত ব্যবস্থা নিয়ে বগুড়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেন।