দুপচাঁচিয়ায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যডভোকেসি সভা অনুষ্ঠিত

47

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
‘নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৯ডিসেম্বর হতে ১৪ডিসেম্বর পর্যন্ত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে এ্যডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। দুপচাঁচিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালযের আয়োজনে ২৩ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী এর সভাপতিত্বে ও উপজেলা পরিবার পকিল্পনা অফিসার জাকারিয়া হোসেনের পরিচালনায় এ্যডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকার, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ নূরে আলম, উপজেলা কৃষি অফিসার সাজেদুল আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ স্বপন আলী, উপজেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসক নাঈমা খাতুন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, সদর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার ফিরোজ শাহ, গোবিন্দপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপসহকারী মেডিকেল অফিসার অলোক কুমার সরকার, পরিবার পরিকল্পনা পরিদর্শক আব্দুল ওহাব, মাঠ কর্মী আফরোজা বেগম প্রমুখ। সভায় পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য সেবা ও পরামর্শ প্রদানের মাধ্যমে অনাকাংখিত গর্ভধারণ রোধ এবং মাতৃমৃত্যু রোধ করতে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি এবং বিশেষ সেবা প্রদানের ওপর আলোকপাত করে বিস্তারিত আলোচনা করা হয়।