সান্তাহার রেলওয়ে থানা পুলিশের অভিযানে ৮ কেজি গাজা সহ ১ জন গ্রেফতার

39

সজীব হাসান, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি: সান্তাহার রেলওয়ে থানার ওসি মুক্তার হোসনের সার্বিক দিক নির্দেশনায় রেলওয়ে থানার উপ-পরিদর্শক নরেশ চন্দ্র রায় ও উপ-পরিদর্শক মো: বাশার হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ নাটোর রেল স্টেশনে প্লাট ফর্মে তল্লাশি চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ৮কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছেন সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। সান্তাহার রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে গত ( ৬ই ডিসেম্বর) বুধবার বিকেল আনুমানিক ৫টার সময় লালমনিরহাট থেকে ঢাকাগামী লালমনিরহাট আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন থেকে নামার সময় নাটোর স্টেশনে তাকে আটক করা হয়। আটকৃত ব্যক্তি নাটোর শহরের তেবাড়িয়া এলাকার মৃত জয়েন উদ্দিন মিঠুর ছেলে আসলাম উদ্দিন (৪৭)। এ বিষয়ে
সান্তাহার রেলওয়ে পুলিশের ওসি মোক্তার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রেলওয়ে পুলিশের একটি টিম লালমিনএক্সপ্রেস ট্রেন থেকে একটি বড় কালো রঙের ট্রাভেল ব্যাগসহ আসলামকে আটক করেন । এসময় ব্যাগটি খুলে দেখা যায় পুরো ব্যাগটি গাাঁজায় ভর্তি। ওসি আরো জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসলাম জানান, তিনি নওগাঁ থেকে গাঁজার ব্যাগটি নিয়ে নাটোরে এক ব্যক্তিকে দেওয়ার কথা ছিল। কিন্তুু পুলিশের উপস্থিতি টের পেয়ে সে আর আসেনি। সান্তাহার রেলওয়ে থানার ওসি মুক্তার হোসনে বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি মাদকদ্রব্য বিশেষ আইনে মামলা দায়ের করা হয়েছে। এবং গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে বৃহস্পতিবার সকালে বগুড়া কোর্টে প্রেরণ করা হয়েছে।