দুপচাঁচিয়ায় কার ও মাইক্রোবাস মালিক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

52

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়া কার ও মাইক্রোবাস মালিক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত ৯ডিসেম্বর শনিবার সকালে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে মালিক সমিতির সভাপতি আশরাফুল আলম নয়নের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ প্রধান শিক্ষক জয়নুল আবেদীন খান ফিরোজের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুপচাঁচিয়া উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা ও সমিতির উপদেষ্টা এটিএম আক্তারুজ্জামান রাঙ্গা, পৌর কাউন্সিলর আকরাম হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক বাবলু সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক আহম্মেদ আলী, সাবেক কোষাধ্যক্ষ উকিল উদ্দিন ফকির, সদস্য আকরাম চৌধুরী, রেজাউল করিম মাষ্টার, কার্যকরী সদস্য শাহীনুর আলম, শিবলু, মহাতাব আলী দুলু প্রমুখ। পরে সর্ব সম্মতিক্রমে আশরাফুল আলম নয়নকে পুনরায় সভাপতি ও বাবলু সরদারকে পুনরায় সাধারণ সম্পাদক মনোনীত করে ২১সদস্য বিশিষ্ট দুপচাঁচিয়া কার ও মাইক্রোবাস মালিক সমিতির তিন বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। একই সভায় বগুড়া জেলা বাস, মিনি বাস ও কোচ পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, দুপচাঁচিয়া উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা এটিএম আক্তারুজ্জামান রাঙ্গা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব ও পৌর কাউন্সিল আশরাফুজ্জামান সাগরকে সমিতির উপদেষ্টা মনোনীত করা হয়। এসময় সমিতির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।