মহান বিজয় দিবস সামনে রেখে জাতীয় পতাকা বিক্রিতে ব্যাস্ত দুপচাঁচিয়ার ফেরিওয়ালারা

43

উজ্জ্বল চক্রবর্তী শিশির দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ
মহান বিজয় দিবস উপলক্ষে বগুড়ার দুপচাঁচিয়ায় ফেরিওয়ালা জাতীয় পতাকা বিক্রিতে ব্যস্ত।এবারও পহেলা ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে লাল সবুজের পতাকা বিক্রি করার জন্য বগুড়া জেলার দুপচাঁচিয়ায় এসেছেন।এ মাসের ১৫ তারিখ পর্যন্ত দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন হাট বাজার ও জন গুরুত্বপূর্ণ স্থানে ফেরি করে জাতীয় পতাকা বিক্রি করবেন।দুপচাঁচিয়া সিও অফিস বাস স্ট্যান্ডে পতাকা বিক্রির সময় তিনি জানান, সে রংপুর জেলা সদর কতোয়ালী থানার চাঁদকুঠি গ্রামর আনিস ব্যাপারীর ছেলে সুমন মিয়া,পেশায় একজন ইট ভাটায় কাজ করেন,সুমন মিয়া দেশের বিভিন্ন জেলায় সারা বছর ইট ভাটায় কাজকর্ম করলেও এ সময় বাড়তি আয়ের আশায় বিজয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা,হাতের ব্যাজ,মাথায় ফিতা সহ অন্যান্য সামগ্রী বিক্রি করতে কোন হিমশিম খেতে হয় না। তিনি আরো জানান,বিভিন্ন মাপের জাতীয় পতাকা বিক্রি করেন যেমন,ছয় ফুট একটি জাতীয় পতাকা মূল্য ১৫০/=( এক শত পঞ্চাশ)টাকা,৫ ফুট পতাকা১০০/=( এক শত) টাকা,সাড়ে তিন ফুট পতাকা ৮০/=( আশি) টাকা,আড়াই ফুট পতাকা ৫০/=( পঞ্চাশ) টাকা,দেড় ফুট পতাকা ৩০/=( ত্রিশ) টাকা, মাথার ফিতা ও হাতের ব্যাচ বিক্রি করছেন ১০ টাকা থেকে ২০ টাকা। এবার জাতীয় নির্বাচনে প্রচার-প্রচারণা থাকায় এসবের সাথে বিক্রি হচ্ছে বিভিন্ন দলের প্রতীক সম্মিলিত ব্যাচও।স্থানীয় লোকজন বলেছেন বিজয়ের মাসে অনেকেই বাড়ির ছাদে শিল্প প্রতিষ্ঠানের সামনে যাত্রীবাহী বাসে ও অন্যান্য যানবাহনে জাতীয় পতাকা ওরানোর জন্য জাতীয় পতাকা কিনছেন।অনেক ক্রেতার কেনার জন্য তাদের সঙ্গে কথা বলে জানা যায়
তারা দর্জির কাছ থেকে জাতীয় পতাকা বানাতে গেলে বেশি দামে বানাতে হয়।তাই আমরা বিজয়ের মাস এলে ফেরিওয়ালাদের কাছ থেকে অল্প মূল্য জাতীয় পতাকা কিনতে পারি। পতাকার মধ্যে বর্তমান লাল সবুজ জাতীয় পতাকাতে যেমন রয়েছে তেমনি রয়েছে মুক্তিযুদ্ধকালীন লাল সবুজের মাঝে হলুদ মানচিত্র আঁকা পতাকা ও ব্যাচ।