দুপচাঁচিয়ায় বীরমুক্তিযোদ্ধা মরহুম মমতাজ উদ্দিন নক আউট ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

46

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
বীরমুক্তিযোদ্ধা মরহুম মমতাজ উদ্দিন স্মরণে নক আউট ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের সাহারপুকুর বাজার যুবসমাজের উদ্যোগে ২১ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে এ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু। এ উপলক্ষে এক উদ্বোধনী সভা টুর্নামন্টে পরিচালনা কমিটির সভাপতি ও গোবিন্দপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি আমিনুল ইসলাম পলাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিলন প্রামানিক এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, সভাপতি বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি ও জেলা আ’লীগের কোষাধ্যক্ষ মাসুদুর রহমান মিলন। এসময় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, ফুটবল ফেডারেশন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, দুপচাঁচিয়া উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, যুগ্ম সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, মহসীন আলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহসভাপতি নজরুল ইসলাম মোল্লা, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর খন্দকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীদুর রহমান কয়েন, দুপচাঁচিয়া পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান মহলদার, বিআরডিবির চেয়ারম্যান ও টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সহসভাপতি আব্দুল মোত্তালেব প্রমুখ। উদ্বোধনী খেলায় নূর এ সাহারা ইন্টারন্যাশনাল ফুটবল একাদশ, বনানী ঢাকা ও রাকিব ফুটবল একাদশ বেড়া পাবনা অংশ করে। খেলায় ধারাভাষ্য প্রদান করেন খোরশেদ রায়হান। টুর্ণামেন্টে ১৬টি দশ অংশগ্রহণ করবে।