বগুড়ার মাদক বিরোধী অভিযানে ১০ (দশ) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

31

বগুড়া এক্সপ্রেসঃ অদ্য ২১/১২/২০২৩ খ্রি. ১৬.৪৫ ঘটিকায় দিনাজপুর জেলার বিরামপুর থানাধীন কাটলা ২নং ইউপির অন্তর্গত কাটলা বাজারস্থ বিহারী মোড় আরিফ ডিজিটাল ফটোষ্ট্যাট এন্ড স্টুডিও এর সামনে পাকা রাস্তার উপর মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১০ (দশ) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ আসামী মোঃ আরিফ হাসান (১৯), পিতা-মোঃ রকিব উদ্দিন, মাতা-মোছাঃ বুলবুলী আক্তার, সাং-শৌলান, ইউনিয়ন-০২নং কাটলা, থানা-বিরামপুর, জেলা-দিনাজপুরকে গ্রেফতার করা হয়। যার অবৈধ বাজার মূল্য আনুমানিক ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা। ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার সুযোগ্য অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) জনাব মোঃ আব্দুর রাজ্জাক এর নির্দেশনায় সহ-অধিনায়ক (পুলিশ সুপার) জনাব মোঃ মাহফুজ আফজাল, অতিরিক্ত পুলিশ সুপার জনাব তাপস সরকার এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ আব্দুল হাকিম এর নেতৃত্বে সঙ্গীয় এসআই(নিঃ) মোঃ রায়হান কবির, এসআই(নিঃ) এসএম আব্দুল আজিজ, এএসআই (নিঃ)মোঃ সাইদুর রহমান, এএসআই (নিঃ)মোঃ নুর নবী, কং/মোঃ চমক মেহেদী, কং/মোঃ শাহীন ইসলাম, কং/মোঃ ফজলুল রহমান, কং/মোঃ মাসুম মিয়া, কং/মোঃ জাহিদ হাসান এবং নারী কং/সেবিকা রানী এর সহায়তায় উক্ত অভিযানটি সফলভাবে পরিচালিত হয়। এ সংক্রান্তে দিনাজপুর জেলার বিরামপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৪(খ) একটি মামলা দায়ের করা হয়েছে।