মালয়েশিয়ায় অভিযোগ করতে গিয়ে উল্টে আটক হলো ১৭১ বাংলাদেশি

26

বগুড়া এক্সপ্রেস ডেস্কঃ ভাগ্য পরিবর্তনের আশায় মালয়েশিয়ায় পারি জমানো উন্নত জীবনের আশায় উচ্চ সুদে ঋণ নিয়ে মালয়েশিয়ায় এসে ১৭১ জন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছেন। মালয়েশিয়ার জহর প্রদেশের কোটা টিংগি জেলা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দেশটিতে গিয়ে তিন মাসেরও বেশি সময় বেকার বসে থাকলেও এজেন্ট তাদের কোনো কাজ দেয়নি। এরপর ২০ ডিসেম্বর পুলিশ রিপোর্ট করার জন্য তারা নিজেদের বাসস্থান থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে বেয়ু দামাই থানায় উদ্দেশ্য প্রায় ২ কিলোমিটার লম্বা লাইন ধরে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। যা মালয়েশিয়ার জনসাধারণের উদ্বেগ সৃষ্টি করেছিল।
এসব বাংলাদেশিদের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে স্থানীয় মালয় এবং বাংলাদেশী কমিউনিটিদের মধ্যে অস্বস্তি ছড়িয়ে পড়ে।
আটকদের বিষয়ে আরও তদন্তের জন্য জহুর রাজ্যের সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ।