আ' লীগের স্বতন্ত্র প্রার্থী খান মোহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন দুপচাঁচিয়া -ও আদমদীঘি আসনে-৬৯৭৫০ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে

দুপচাঁচিয়ায় ও আদমদিঘী উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটাররা ভোট দিতে পেরেছে

41

উজ্জ্বল চক্রবর্তী শিশির দুপচাঁচিয়া (বগুড়া)প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুপচাঁচিয়া ও আদমদীঘি উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটাররা ভোট দিতে পেরেছে।৭ জানুয়ারি রবিবার দুপচাঁচিয়া উপজেলায় দ্বাদশ সংসদ নির্বাচনে উপজেলার দুইটি পৌরসভা ও ৬ ইউনিয়নে মোট ৫৭ টি কেন্দ্র সরজমিনে ঘুরে দেখা যায় গুনাহার ইউনিয়নে পিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রে ডাঙ্গাপাড়া গ্রামের নূরুল ইসলাম এর স্ত্রী ফরিদা বিবি (৫২)দীর্ঘদিন প্যারালাইসি এর রোগী তার ভোটাধিকার প্রয়োগ করার জন্য স্বামীর কোলে চড়ে ভোট প্রদান করেন। ২টি ইউনিয়ন গুনাহার ও জিয়ানগর ইউনিয়নে মোট ১১ টি ভোট কেন্দ্র পরিদর্শন কালে কোথাও কোন অনিয়ম দেখা যায় নাই এবং গ্রামের ভোটাররা উৎসব মুখর পরিবেশের ভোট প্রদান করেন।কিছু ভোটকেন্দ্র সকাল দশটার পর্যন্ত কুয়াচ্ছন্ন থাকায় ভোটারদের
সংখ্যা কম দেখা গিয়েছে। দুপুর দুইটার দিকে গুনাহার ইউনিয়নে পোঁওতা সর্জনকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
পিসাইডিং কর্মকর্তা মোঃ ইয়াকাব্বর আলী প্রাং জানায়,আমাদের ভোট কেন্দ্রে ভোটার ২২৬৫ জন,এরমধ্যে কাস্ট হয়েছে ৮৭৩টি,শতকরা ৩৮.৫৪%।
বগুড়া-৩.(দুপচাঁচিয়া-আদমদীঘি উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ’ লীগের স্বতন্ত্র প্রার্থী খান মোহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন দুপচাঁচিয়া -ও আদমদীঘি আসনে-৬৯৭৫০ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে,তার নিকটতম আ’লীগের স্বতন্ত্র প্রার্থী অজয় কুমার সরকার -২৩৮১৫, লাঙ্গল প্রতিকে বর্তমান এমপি এ্যাড: নুরুল ইসলাম তালুকদার -১০,৫২৩,