আদমদীঘিতে ট্রাকও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

33

সজীব হাসান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে রডবোঝাই ট্রাকের সঙ্গে ঢাকাগামী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রাক চালক নিহত ও বাসের চালক, হেলপার ও যাত্রীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। নিহত ট্রাক চালক নওগাঁ সদরের কোনাইল গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে এমরান হোসেন (২১)। আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৬টায় নওগাঁ-ঢাকা মহাসড়কের আদমদীঘি উপজেলা হাসপাতালের সামনে দুর্ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে বাসযাত্রী গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দইচেরাচিয়া তারাপুর গ্রামের রেজাউল ইসলাম, ঢাকা স্টাফ কোয়াটার চকপাড়ার তনু মিয়া ও বরিশালের ঘাটাবাড়ি উপজেলার কলাঢেপা গ্রামের নাইম হোসেনকে আশংকাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অপর আহতরা আদমদীঘি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় মহাসড়কের আদমদীঘি হাসপাতালের গেটের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা (ঢাকা মেট্রো-ট-১৮-৯৪০৯) নওগাঁগামী রডবোঝাই একটি ট্রাক ও নওগাঁ থেকে ছেড়ে আসা যাত্রী নিয়ে ঢাকাগামী (ঢাকা মেট্রো-ব- ১৪-৩০৫০) শাহ ফতেহ আলী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষে বাস ও ট্রাকের সামনে অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক এমরান হোসেন নিহত ও বাস চালক রাকিব হাসান ও হেলপার মারুফ হোসেন এবং যাত্রীসহ অন্তত ১২ জন আহত হন। আহতদের তিনজনকে আশংকাজনক অবস্থায় বগুড়া শজিমেকে স্থানান্তর ও অপরদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বিষয় টি নিশ্চিত করে জানান জানান, দুর্ঘটনায় কবলিত বাস ও ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছেন।