১৫২ উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

121

মুহাম্মাদ আবু মুসা
সারা দেশের ১৫২ উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তফসিল ঘোষণা করেন। এর মধ্যে বগুড়া জেলার ৩টি উপজেলা রয়েছে। তার মধ্য গাবতলী, সোনাতলা ও সারীকান্দি উপজেলা। আগামী ৮ মে/২৪ এই উপজেলায় ব্যালট এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৫ এপ্রিল পর্যন্ত উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন ফরম জমা দেওয়া যাবে। যাচাই-বাছাই ১৭ এপ্রিল, প্রত্যাহারের শেষ ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল এবং ৮ মে হবে ভোট গ্রহণ। এবার প্রার্থীরা স্থানীয় উপজেলা পরিষদ নির্বাচনে সাদা কালোর সঙ্গে রঙিন পোস্টারও ছাপাতে পারবেন। তবে আগের তুলনায় জামানতের পরিমাণ বেড়েছে। চেয়ারম্যান পদে জামানতের পরিমাণ ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা এবং ভাইস চেয়ারম্যান পদে জামানত ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা করা হয়েছে।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, “প্রতীক বরাদ্দের পরে প্রচার করা যাবে । তবে তার আগে অনলাইনে এবং পাঁচজন মিলে প্রচার করতে যাবে।”