দুপচাঁচিয়া মহাশ্মশ্বানে ৭৮তম অষ্টকালীণ মহানাম জজ্ঞ অনুষ্ঠান

49

উজ্জ্বল চক্রবর্তী শিশির
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ দুপচাঁচিয়া মহাশ্মশান কালীবাড়ী কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে ৭৮ তম অষ্টপ্রহর (নাম কির্তণ)অনুষ্ঠিত। ১২এপ্রিল (২৯শে চৈত্র বাংলা) অধিবাস,১৩ এপ্রিল৩০শে চৈত্র মহা নামযজ্ঞ শুরুর মধ্য দিয়ে নাম কীর্ত্তণ অনুষ্ঠিত হয়। মন্দির কমিটির সভাপতি বাবু ডিজেন্দ্রনাথ বসাক মন্টু সহ সদস্যবৃন্দ বগুড়া -৩ দুপচাঁচিয়া ও আদমদীঘির এলাকার মাননীয় সংসদ সদস্য খাঁন মোহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন এবং বগুড়া জেলার পুলিশ সুপার মহোদয় সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম পিপিএম(অতিরিক্ত ডিআইজি পদোন্নতি প্রাপ্ত) ও আদমদিঘীর সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজরান রউফ কে ফুলেল শুভেচছা ও শংক্খ বাজিয়ে বরন করেন নেন,উক্ত নামযজ্ঞ অনুষ্ঠানে বক্তব্য রাখেন
আদমদীঘি ও দুপচাঁচিয়ার মাননীয় সংসদ সদস্য খাঁন মোহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন ও জেলা পুলিশ সুপার মহোদয় সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদোন্নতি প্রাপ্ত),এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব,আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান ও সাধারণ সম্পাদক এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মহলদার উপজেলারসাবেক আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান খাঁন সেলিম, থানার অফিসার ইনচার্জ(ওসি) সনাতন চন্দ্র সরকার,পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রশীদ
সরকার,পৌরসভার ১নং প্যানেল মেয়র ইদ্রিস আলী,৭নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুজ্জামান সাগর,সহ আইনশৃঙ্খলা বাহিনী,এরপর কিছু সময় ভক্তদের সংগে মতবিনিময় শেষে মন্দির এলাকা পরিদর্শন করেন।