আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

38

সজীব হাসান,( আদমদীঘি) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ইটবোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আব্দুস ছালাম (৪২) নামের এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহত মোটরসাইকেল আরোহী উপজেলার নসরতপুর ইউনিয়নের শিহাড়ী গ্রামের আমজাদ হোসেনের ছেলে বলে জানা গেছে । আদমদিঘী থানার উপ-পরিদর্শক মো: রেজাউল করিম জানান, আজ রোববার (৫ ই মে) ২০২৪ ইং সকাল আনুমানিক ৯: ৩০ মিনিটে আদমদীঘির নসরতপুর-বিহিগ্রাম আঞ্চলিক সড়কের মটপুকুরিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রের জানা গেছে আজ রোববার সকালে ব্যবসায়ী আব্দুস ছালাম তার মোটরসাইকেল নিয়ে উল্লেখিত সড়ক দিয়ে চাঁপাপুর বাজারে যাওয়ার সময় মটপুকুরিয়া নামক স্থানে পৌঁছালে ইটবোঝাই ট্রাক্টরকে ওভারটেক করার সময় সড়কে পড়ে যান। এসময় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে পুলিশ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ ও ট্রাক্টর করে আটক করে থানায় নিয়ে যান। এই সময় ট্রাক্টরে থাকা চালক ও হেলপার পালিয়ে যান। আদমদীঘি থানার অফিসার( ওসি) ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছেন।