আদমদীঘিতে বিভিন্ন নির্বাচনী ভোট কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক

49

সজীব হাসান, (আদমদিঘী) প্রতিনিধিঃ দ্বিতীয় ধাপে আদমদীঘি উপজেলা পরিষদ নির্বাচনে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম। মঙ্গলবার দুপুর ১টায় নশরতপুর মুরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র পরিদর্শন করেন তিনি৷ এসময় উপস্থিত ছিলেন বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, র‍্যাব-১২ পুলিশ সুপার মীর মুনির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ, আদমদীঘি সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজরান রউফ, থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল সদস্যরা।
জানা যায়, এ উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলায় ৬০ টি কেন্দ্রের মধ্যে ১৮ টি কেন্দ্র গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ৪ জন করে পুলিশ সদস্যসহ ১৬ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকছে। মোতায়েন থাকবে পুলিশ, ডিবির মোবাইল টিম, র‌্যাব ও বিজিবি। এছাড়াও নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মনিটরিং টিম নির্বাচনী মাঠে দায়িত্ব পালন করছেন।