দুপচাঁচিয়ায় শ্রীশ্রীলোকনাথ বাবার ১৩৪তম তিরোধান দিবস উপলক্ষে অষ্টকালীন লীলা কীর্ত্তন অনুষ্ঠিত

23

দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধিঃ
বগুড়ার দুপচাঁচিয়ায় শ্রী শ্রী লোকনাথ বাবার ১৩৪তম তিরোধান দিবস উপলক্ষে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত।১৯ জৈষ্ঠ্য(২রা জুন)রবিবার দুপচাঁচিয়া কুন্ডুপাড়া শ্রী শ্রী রাধা গোবিন্দ ও বাবা লোকনাথ মন্দির প্রাঙ্গণে মন্দির কমিটির আয়োজনে শ্রী শ্রী লোকনাথ বাবার জীবনী পাঠ,তিনি এই দিনে ১১.৪৫ মিনিটে মহাযোগে উপবেশন করেন। দেহত্যাগের মাধ্যমে তিনি তাঁর স্হূলে দেহত্যাগ করে সূ’দেহ ধারন করে ত্রিলোকে বিরাজ রইলেন।১৮৯০ খ্রিষ্টাব্দে(১২৯৭)১৯ জৈষ্ঠ্য ১৬০ বছরের পুরাতন মানবদেহ পরিত্যাগ করার আগে শ্রী শ্রী বাবা লোকনাথ সবাইকে বলে যান আমি নেই এ কথা তোমরা কখনো মনে করবেনা।তোমরা রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে,আমাকে স্মরণ করিও আমিই রক্ষা করিব।বাবার ১৩৪তম তিরোধান দিবস উপলক্ষে অষ্টকালীন লীলা কীর্তন এবং ২০জৈষ্ঠ্য(৩ জুন সোমবার) শ্রী শ্রী লোকনাথ বাবার ১৩৪তম তিরোধান অনুষ্ঠানে হিন্দু (সনাতন ধর্মের) ভক্ত বৃন্দ সারা বিশ্বের মহামারী রোগের পাদুর্ভাব থেকে মুক্তি পাওয়ার জন্য মন্দিরে এসে উপবাস থেকে লোকনাথ বাবার কাছে প্রার্থনা করেন।