গাবতলীতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

33

 

মুহাম্মাদ আবু মুসা
মঙ্গলবার বগুড়ার গাবতলীতে বসত বাড়ি ঘর পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকার ৪টি পরিবারের মাঝে উপজেলা পরিষদের পক্ষ হতে টেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দপ্তরের আয়োজনে পরিষদ চত্বরে ঢেউটিন ও চেক বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান কৃষিবিদ অরুন কান্তি রায় সিটন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বন্যা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দিলু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি (ভারঃ) আব্দুস সালাম ভুলন, সাবেক সাবেক সাংগঠনিক সম্পাদক মোমিনুল হক শিলু,বালিয়াদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ আলী ফকির, নাড়ুয়ামালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাদশা, আওয়ামী লীগ নেতা মাহবুব মিলটন, উপজেলা যুবলীগের কোষাধ্যক্ষ আরিফুর রহমান শিমুলসহ আরো অনেকে।