দুপচাঁচিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

20

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দুপচাঁচিয়ার আয়োজনে ২০২৩-২৪ অর্থবছরে খরিপ/২০২৪-২৫ মৌসুমে রোপা আমন ধানের উফশীজাতের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনার কর্মসূচীর আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ১২জুন বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারমান আহম্মেদুর রহমান বিপ্লব। এসময় সহকারী কমিশনার(ভূমি) লিজা আক্তার বিথী, উপজেলা কৃষকলীগের সভাপতি নূর ইসলাম টগর, উপজেলা কৃষি অফিসার সাজেদুল আলম, অতিরিক্ত কৃষি অফিসার সালমা আক্তার, ইউপি সদস্য ইমরুল খন্দকার, লিপটন খান সহ কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এদিন ১হাজার ১’শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ১০কেজি ডিএপি সার, ১০কেজি এমওপি সার ও ৫কেজি বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।