কোটা আন্দোলনে অশুভ শক্তি ভর করেছে – বগুড়ায় পররাষ্ট্রমন্ত্রী

78

বাংলাদেশ আওয়মীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি বলেছেন, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। এই বাংলাদেশের বিরুদ্ধে বার বার ষড়যন্ত্র হয়েছে। আওয়ামীলীগের নেতা কর্মীদের কারনে সেই ষড়যন্ত্র ব্যার্থ হয়েছে। কিন্ত তারা আবার নতুন করে কোটা আন্দোলনকারিদের ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করতে চায়।

শনিবার (১৩ জুলাই) বিকাল ৬ টায় বগুড়া শহীদ টিটৃ মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ প্রতিষ্ঠা বার্ষিকী ও প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত জেলা আওয়মীলীগের প্রবীন নেতা কর্মীদের সংবর্ধান সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি’র আন্দোলনের ক্ষমতা নাই। এখন তারা পরজীবী হয়ে গেছে। শিক্ষার্থীদের উপর ভর করে নতুন ষড়যন্ত্র খুঁজছে। আন্দোলনে ব্যার্থ হয়ে তারা কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ব্যবহার করছে। এতে সরকারের করার কিছু করার নাই। হাইকোর্ট রায়ের বিরুদ্ধে গিয়ে সরকার কোর্ট অবমাননা করতে পারে না। সরকার শিক্ষার্থীদের উপর সব সময় সহানুভুতিশীল। তাদের সুপ্রীম কোর্টের রায়ের জন্য অপেক্ষা করতে হবে। কারো পাতা ফাঁদে যেন তার পা না দেন। যখন ছাত্রদল কোটা আন্দোলন কারীদের সমর্থন দেয়, রিজভী সাহেব, গয়েশ্বর বাবু, মঈন খান যখন এটার পক্ষে সোচ্চার হন, তখন বুঝতে হবে ডাল মে কুচ কালা হ্যায়৷

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ঐতিহাসিক সোহরাওয়ার্দী ময়দানে জাতিকে মুক্তির ডাক দিয়েছেন। তার আহ্বানে সাড়া দিয়ে দেশে মানুষ পাকহানাদাররের বিরুদ্ধে ৯ মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। তার কন্যা শেখ হাসিনা দেশে উন্নয়ন, ক্ষুধা ও দারিদ্র মুক্তির জন্য লড়াই করছেন। একটি দল বার বার আওয়ামীলীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ব্যর্থ হয়েছে। তারা আবার শিক্ষার্থীদের কোটা আন্দোলনে ইন্ধন জোগাচ্ছে৷

তিনি হুশিয়ারী উচ্চারন করেন বলেন, কোটা আন্দোলন নিয়ে জনগনের ভোগন্তি হলে সরকার উপযুক্ত ব্যবস্থা নেবে। শিক্ষার্থীদের আন্দোলনে যখন বিএনপি আন্দোলনকারিদের পক্ষে কথা বলে তখন বুঝতে হবে“ডাল মে কুচ কারা হ্যায়”৷ শিক্ষাথীরা যেন রাজনীতির অপশক্তি পক্ষে না দাঁড়ায়৷

মন্ত্রী আরো বলেন, দলে কিছু অনুপ্রবেশকারি ও সুবিধাবাদী ঢুকেছে। আবার কেউ কেউ সুবিধাবাদী হয়ে গেছে। প্রয়োজনে দলকে রক্ষা করতে দল থেকে তাদের বের করে দিতে হবে। দলের ভাবমুর্তি নষ্ট যাতে না হয় তার জন্য নেতা-কর্মীদের নজর দিতে হবে৷

সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু এমপি৷

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও খুলনা-৩ আসনের এমপি এস এম কামাল হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রাগেবুল আহসান এমপি।

উপস্থিত ছিলেন ডা: মোস্তফা আলম নান্নু এমপি, সাহাদারা মান্নান এমপিসহ জেলা ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ৷

সূত্র NCN NEWS