দুপচাঁচিয়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

30

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১অক্টোবর মঙ্গলবার বেলা ১১.৩০মিনিটে উপজেলা প্রশাসন সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথির সভাপতিত্বে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সেনাবাহিনী দুপচাঁচিয়া থানার দায়িত্ব প্রাপ্ত ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাকলাইন, থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি অফিসার লিটন মিয়া, উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম খান স্বপন, উপজেলা জামায়াতের আমীর মুনসুর আলী, ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মাদ আবু তাহের, মোয়াজ্জেম হোসেন, শাহজাহান আলী, আনোয়ার হোসেন, মেহেরুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস, মহাশ্মশান কালীবাড়ী কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টু, দুপচাঁচিয়া প্রেসকাবের সাধারণ সম্পাদক কেএম বেলাল,কালীতলা পূজা মন্ডপের সাধারণ সম্পাদক রথীন্দ্রনাথ বসাক কালা, তালোড়া ল²ীনারায়ণ মন্দির দুর্গাপূজা মন্ডপ কমিটির সভাপতি প্রীতম পোদ্দার প্রমুখ। সভায় উপজেলার ৪০টি দুর্গাপূজা মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।