আইনি বিতর্কের জেরে অস্ট্রেলিয়ায় বন্ধ ফেসবুক

189

অনলাইন ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অস্ট্রেলিয়ায় ব্যবহারকারীদের জন্য তাদের প্লাটফর্মের সকল কনটেন্ট দেখা ও শেয়ার করার সুযোগ বন্ধ করে দিয়েছে। অস্ট্রেলিয়ার সংবাদপত্র প্রকাশকদের ফেসবুকে প্রচারিত তাদের বিভিন্ন নিউজ কনটেন্টের জন্য অর্থ পরিশোধের জন্য আইন তৈরির পরিকল্পনায় এই পদক্ষেপ নিল সোশ্যাল মিডিয়া জায়ান্ট।

বৃহস্পতিবার সকাল থেকেই অস্ট্রেলিয়ার ব্যবহারকারীরা ফেসবুকে তাদের একাউন্টে দেশীয় ও আন্তর্জাতিক কোনো সংবাদমাধ্যমের কনটেন্ট দেখতে পারছেন না। একইসাথে বিভিন্ন সরকারি স্বাস্থ্য, জরুরি ব্যবস্থা ও অন্য সংস্থাগুলোর পেজও বন্ধ করা হয়েছিল, যদিও পরে তা আবার খুলে দেয়া হয়।

অস্ট্রেলিয়ার বাইরে থেকেও কেউ অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের ফেসবুক পেজে কোনো কনটেন্ট দেখতে পারছেন না।

অস্ট্রেলিয়ায় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রচারিত নিউজ কনটেন্টের জন্য গুগল ও ফেসবুককে অস্ট্রেলীয় সংবাদমাধ্যমগুলোকে অর্থ পরিশোধে দেশটিতে প্রস্তাবিত আইন নিয়ে বিতর্কের জেরে এই পদক্ষেপ নেয় ফেসবুক।

গুগল ও ফেসবুক বলছে, এই আইনে ইন্টারনেটের কর্মপ্রক্রিয়াকে প্রতিফলিত করা হয়নি এবং তাদেরকে অন্যায়ভাবে ‘জরিমানা’ করা হয়েছে।

এর আগে বুধবার অস্ট্রেলিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষে আইনটি অনুমোদন করা হয়।

ফেসবুকের পদক্ষেপের বিষয়ে মন্তব্য করতে গিয়ে দেশটির যোগাযোগমন্ত্রী পল ফ্লেচার সংবাদমাধ্যম এবিসিকে বলেন, ‘ফেসবুকের সতর্কতার সাথে চিন্তা করা উচিত কেননা এর সাথে তাদের সম্মান ও অবস্থান জড়িত।’

এদিকে অস্ট্রেলিয়ায় ব্যবহারকারীদের বন্ধ করে দেয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমটি এক ব্লগপোস্টে বলে, ‘প্রস্তাবিত এই আইন আমাদের প্লাটফর্ম ও নিউজ কনটেন্ট শেয়ার করতে তা ব্যবহার করা প্রকাশকদের সম্পর্কের মৌলিকভাবে ত্রুটিপূর্ণ অনুধাবন।’

এতে আরো বলা হয়, ‘এটি আমাদের কঠিন সিদ্ধান্তের মুখোমুখি করেছে : নতুন আইন মানিয়ে নেয়ার চেষ্টা করা যা এই সম্পর্কের বাস্তবতাকে অগ্রাহ্য করেছে অথবা অস্ট্রেলিয়ায় আমাদের সার্ভিসে নিউজ কনটেন্ট প্রচার বন্ধ করা। ভারাক্রান্ত হৃদয়ে আমরা শেষটিই বেছে নিয়েছি।’

সূত্র : বিবিসি ও আলজাজিরা