রুমেই চলছে ক্রিকেটারদের শরীরচর্চা

185

অনলাইন ডেস্ক

নিউজিল্যান্ডে কঠোরভাবেই কোয়ারেন্টিন করছেন বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়রা। স্বাস্থ্য সুরক্ষার প্রশ্নে কোনও ছাড় নেই কিউই রাজ্যে। তাই ঘরবন্দি থেকেই সারতে হচ্ছে এক্সারসাইজ।

তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে মঙ্গলবার নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে বাংলাদেশ দল। কিউই রাজ্যে পা রেখেই টাইগারদেরকে এয়ারপোর্ট থেকে সোজা চলে যেতে হয় লিঙ্কন ইউনিভার্সিটির কোয়ারেন্টিন সেন্টারে।

সেখানে একদফা কোভিড টেস্ট শেষে নেগেটিভ রেজাল্ট মিলেছে স্কোয়াডের সব সদস্যের। এরপরই মূলত কোয়ারেন্টিন সেন্টারের বাইরে আসার অনুমতি মেলে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের। দেশটিতে পৌঁছানোর ৪৮ ঘণ্টা পর বাইরের প্রকৃতি দেখার সুযোগ পেয়েছেন ক্রিকেটাররা।

করোনাকালের সফরে কোয়ারেন্টিন মেনে চলার কড়াকড়ি থাকায় ক্রিকেটারদেরকে ঘরবন্দি থেকেই সারতে হচ্ছে এক্সারসাইজ। প্রত্যেক খেলোয়াড়ের রুমেই অনুশীলন সরঞ্জামের ব্যবস্থা করে দেয়া হয়েছে।

১৪ দিনের কোয়ারেন্টিন শেষে ২০ মার্চ প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের মুখোমুখি হবে তামিম ইকবালের দল।