৪৮ ঘণ্টা পর মুক্ত বাতাসে তাসকিন-তামিমরা

162

অনলাইন ডেস্ক

নিউজিল্যান্ড সফরে কঠোর কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের। ১৪ দিনের কোয়ারেন্টাইনে পেরিয়েছে সবে দুই দিন। ক্রাইস্টচার্চে ৪৮ ঘণ্টা পর নিজেদের কক্ষ থেকে বের হতে পেরেছেন টাইগাররা।

পেসার তাসকিন আহমেদ ফেসবুক পোস্টে জানান দিলেন মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পেরে কতটা স্বস্তি বোধ করছেন। কোয়ারেন্টাইনে ক্রিকেটাররা আলাদা কক্ষে থাকায় নিজেদের মধ্যেও দেখা-সাক্ষাতের সুযোগ ছিল না।

শুক্রবার নিরাপদ দূরত্বে থেকে যে যার মতো মুক্ত বাতাসে কিছুটা সময় হাঁটাহাঁটি ও ফিটনেসের কাজ করেছেন তামিম-সৌম্যরা।

সিরিজের প্রথম ওয়ানডে গড়াবে ২০ মার্চ, ডানেডিনে। দ্বিতীয়টি ২৩ মার্চ, ক্রাইস্টচার্চে। তৃতীয় ও শেষ ম্যাচ ২৬ মার্চ, ওয়েলিংটনে।

এরপর শুরু হবে টি-টুয়েন্টি সিরিজ। প্রথম টি-টুয়েন্টি মাঠে গড়াবে ২৮ মার্চ, হ্যামিল্টনে। দ্বিতীয়টি ৩০ মার্চ, নেপিয়ারে এবং তৃতীয়টি ১ এপ্রিল, অকল্যান্ডে।