নিলামে অবিক্রিত থেকেও আইপিএলে নিউজিল্যান্ডের স্পিনার

158

অনলাইন ডেস্ক

আইপিএলের নিলাম থেকে কেউই কেনেনি নিউজিল্যান্ডের লেগস্পিনার ইশ সোধিকে। গত ১৮ ফেব্রুয়ারির নিলামে অবিক্রিতই থেকে গেছেন।

তবুও এবারের আইপিএলে যুক্ত হতে পারলেন এই স্পিনার। তবে মাঠের লড়াইয়ে নয়, তাকে দেখা যাবে অন্য এক ভূমিকায়।

রাজস্থান রয়্যালস দলের লিয়াজোঁ অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন সোধি।

রাজস্থানে নতুন ডিরেক্টর অব ক্রিকেট কুমার সাঙ্গাকারা এবং চিফ অপারেটিং অফিসার জ্যাক লাশ ম্যাকক্রামের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবেন সোধি। দলের পুনর্গঠনে সহায়তা করবেন।

নতুন এ দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত সোধি। এক সংবাদ বিবৃতিতে সোধি বলেছেন, ‘রাজস্থান রয়্যালস একটি অভিনব এবং ডায়নামিক ফ্র্যাঞ্চাইজি। যারা কি না বিনোদন ও ক্রিকেটের এক দারুণ সংযোগ ঘটায়। এই দায়িত্বের মাধ্যমে আইপিএলে যুক্ত হতে পেরে আমি অনেক খুশি।’

নিউজিল্যান্ডের লেগস্পিনার ইশ সোধি রাজস্থান রয়্যালসেরই সাবেক তারকা খেলোয়াড়। দলটির হয়ে ২০১৮ ও ২০১৯ সালে আইপিএল খেলেছেন সোধি। ৮ ম্যাচ খেলে ৯ উইকেট শিকার করেন সেই মৌসুমে।

তথ্যসূত্র: ইএসপিএন ক্রিকইনফো