‘নারীকে সাবলম্বী হতে হলে অর্থনৈতিক স্বাধীনতার বিকল্প নেই’

184

অনলাইন ডেস্ক

নারীকে সাবলম্বী হতে হলে অর্থনৈতিক স্বাধীনতার বিকল্প নেই জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সেই বিবেচনায় নারী শিক্ষা এবং কর্মক্ষেত্র সৃষ্টি করেছে সরকার। নারী সুরক্ষার জন্য করা হয়েছে আইন। অথচ ২০০১ সালে বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় এলে নারী নির্যাতন আইন খর্ব করা হয়।

বিশ্ব নারী দিবসে এ বছরের প্রতিপাদ্য ‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’।

সোমবার নারী দিবসের আয়োজনে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৯৬ সালে রাজশাহীতে প্রমীলা ফুটবল হতে দেয়া হয় নাই। দেশের অবস্থা এখন বদলেছে। ধর্মের নামে মেয়েদের বন্ধ করে রাখার অচলায়তন ভেঙে নারীরা এগিয়ে যাচ্ছে।’

‘নারীর অধিকার দাও, অধিকার দাও’ বলে চিৎকার করে নারী অধিকার আদায় করা যায় না মন্তব্য করে তিনি বলেন, ‘যোগ্যতা দিয়ে অধিকার আদায় করে নিতে হয়।’