বগুড়ার ধুনটে ঘরের পানি গড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে আহত ৪

177

এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনট লাংলু গ্রামের বসতবাড়ীর সিমানায় বৃষ্টির পানি গড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে হাবিবুর রহমান সাকিদারসহ ৪ ব্যক্তি আহত হয়েছে । আহত ব্যক্তি হলেন উপজেলার নিমগাছি ইউনিয়নের লাংলু গ্রামের মৃত আলম সাকিদার ছেলে মোঃ হাবিবুর রহমান সাকিদার(৬৫),ও মোছাঃ হেনা খাতুন , মোছাঃ আসিয়া খাতুন, মোছাঃ সাথী খাতুন,বর্তমানে তারা ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার জন্য ভর্তি রয়েছে।
ধুনট থানার অভিযোগসূত্রে জানাগেছে, উপজেলার নিমগাছি ইউনিয়নের লাংলু গ্রামের মৃতঃ আলম সাকিদারের ছেলে মোঃ হাবিবুর রহমান সাকিদারের সাথে প্রতিবেশী মৃতঃ ভুলু সাকিদারের ছেলে মোঃ লিটন সাকিদার বসতবাড়ির সিমানার বৃষ্টির পানি গড়াকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল।

তারই জের ধরে ১১-ই মে (মঙ্গলবার) সকাল ৮ টার সময় মৃতঃ ভুলু সাকিদারের ছেলে মোঃ লিটন সাকিদার (৪০),মৃতঃ লজি সাকিদারের ছেলে মোঃ দুলু সাকিদার (৫৫), হালিম সাকিদারের স্ত্রী মোছাঃ শান্তি খাতুন(৩২), লিটন সাকিদারের স্ত্রী মোছাঃ ঝলমলি খাতুন(৩৫) তাদেরকে পিটিয়ে আহত করে। মারপিটের বিষয়ে মোঃ আনোয়ার হোসেন সাকিদার মঙ্গলবার দুপুরে বাদী হয়ে ধুনট থানায় লিটন সাকিদার সহ ৪ জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেন।

এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, অভিযোগটি সরোজমিনে তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।