২৪ ঘণ্টায় আরো ১৯ জনের মৃত্যু, শনাক্ত ১৬০৪,সুস্থ ১৪২২

222

বগুড়া এক্সপ্রেস ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৯০৫ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৬০৪ জন। মোট শনাক্ত ৪ লাখ ৬ হাজার ৩৬৪ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ১ হাজার ৪২২জন এবং এখন পর্যন্ত ৩ লাখ ২২ হাজার ৭০৩ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, ১১২টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৩৩১ টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ১৪১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ২৩ লাখ ২৪:হাজার ৭৩০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক ৩৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৯ দশমিক ৪১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।।