বগুড়ার শেরপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালন

154

মোঃ জাকির হোসেন
শেরপুর বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শেরপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। ১৬ ডিসেম্বর রোজ শুক্রবার ভোর সাড়ে ৬ টায় উপজেলা চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কার্যক্রম শুরু হয়। উপজেলা শহীদ মিনারে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পৌর আওয়ামী লীগ, শেরপুর উপজেলা প্রেসক্লাব, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগ, উপজেলা ও শহর ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড সহ বিভিন্ন স্কুল, কলেজ, সামাজিক ও সাংস্কৃতিক সংঠনের নেতাকর্মীরা শহীদ মিনারে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
অপরদিকে শেরপুর পৌর শহরের শিশুপার্ক শহীদ মিনারে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পৌরসভার মেয়র আলহাজ¦ জানে আলম খোকা, সম্মিলিত সাংবাদিক জোট ও উপজেলা বিএনপি ও শহর বিএনপির, জাতীয় যুব সংহতির নেতাকর্মীরা।

এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ খানপুর ইউনিয়ন শাখার উদ্যোগে কয়েরখালী বাজারে দলীয় কার্যালয়ে সকাল ৯ টায় জাতীয় পতাকা উত্তোলন করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি পরিমল দত্ত, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নের্তৃবৃন্দ। পতাকা উত্তোলন শেষে কয়েরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে দলীয় কার্যালয়ে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিককৃতিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।