দুপচাঁচিয়ায় ৮৫ বছরের বৃদ্ধ গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা।

67

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়া থানাধীন করমজি গ্রামে আব্দুল জব্বার ৮৫ বৎসরের বৃদ্ধ গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা।সে ১৪ জুলাই রবিবার আনুমানিক সন্ধ্যা পৌনে ছয়টায় দিকে দুপচাঁচিয়া থানাধীন করমজি গ্রামের আব্দুল জব্বার(৮৫)বছরের বৃদ্ধা তার নিজ বাড়িতে স্ত্রী মনোমালিন্য হলে রাগ করে গ্যাস ট্যাবলেট খেয়ে ছটফট করতে থাকে,কিছুক্ষণ পরে পরিবারের লোকজন টের পেয়ে আব্দুল জব্বার কে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে আসার পথে রাস্তার পথিমধ্যে মৃত্যুবরণ করে।
আত্মহত্যার কারণ পরিবারের কাছ থেকে জানা যায় যে, ভিকটিম আব্দুল জব্বারের স্ত্রী দুপচাঁচিয়া থানাধীন বড় নীলাহালী গ্রামে অসুস্থ বোনকে দেখতে যেতে চাইলে আব্দুল জব্বার যেতে নিষেধ করে সে মসজিদে নামাজ পড়তে গেলে ঐ সময়ে স্ত্রী বাড়ি থেকে তার বোনকে দেখতে চলে যায়। নামাজ পড়ে বাড়ি এসে তার স্ত্রীকে না পেয়ে রাগান্বিত হয়ে ঘরে থাকা গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যার করে।আত্মহত্যার সংবাদটি পরিবারের লোকজন থানায় অবহিত করলে থানার অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকার বলেন গ্যাসবড়ি খেয়ে আত্মহত্যার ঘটনার কথা সত্য।এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়।