সান্তাহারে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যদায় দাফন

73

সজীব হাসান,, (আদমদিঘী) প্রতিনিধি: বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের রথবাড়ী এলাকার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আনোয়ারুল হক গত ১৪ জুলাই রাতে ঢাকাস্থ নিজ বাস ভবনে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন।
শহীদ পরিবারের সন্তান মরহুম বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আনোয়ারুল হক (৭৫) উপজেলার সান্তাহার পৌর শহরের রথবাড়ী এলাকার মরহুম আজিজুল হকের ছেলে। মৃত্যু কালে তিনি স্ত্রী, ছেলে-মেয়ে, নাতি-নাতনি, ভাই-বোন, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সান্তাহার বীর বিক্রম শহীদ লেফটেন্যান্ট আহসানুল হক ডিগ্রি কলেজের গভর্নিং বডির সদস্য ছিলেন। তাঁর দীর্ঘ কর্মময় জীবন বিসিআইসি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকতা করেছেন। আজ ১৬ জুলাই মঙ্গলবার বাদ আছর সান্তাহার বীর বিক্রম শহীদ লেফটেন্যান্ট আহসানুল হক ডিগ্রী কলেজ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান শেষে রথবাড়ীস্থ পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এসময় উপস্থিত ছিলে সহকারি কমিশনার (ভুমি) পলাশ চন্দ্র সরকার, ওসি তদন্ত একেএম মঈন উদ্দিন, সাবেক কমান্ডার আব্দুল হামিদ, আবির উদ্দিনসহ বিপুল মুসল্লিবৃন্দ।