দুপচাঁচিয়ায় যৌথ বাহিনীর অভিযানে সরকারি খাদ্যবান্ধব ১৭৫ বস্তা চাল আত্মসাতের অভিযোগে ডিলার সহ ৪ জন গ্রেফতার

9

দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধিঃ
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের মোস্তফাপুর বাজারে সরকারি খাদ্যবান্ধবের চাল কর্মসূচীর ডিলার আব্দুর রহিমের বিরুদ্ধে ১৭৫ বস্তা(১৮,০৯০ কেজি)চাল আত্মসাত ও বিক্রির করার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করে। ২৫ সেপ্টেম্বর বুধবার গোপন সংবাদের ভিত্তিতে দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা তিথী ,সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালিয়ে মোস্তফাপুর বাজারে ডিলার আব্দুর রহিম সহ চার জনকে গ্রেফতার করে। ঘটনার স্থলে জানা যায়, উপজেলার খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় চামরুল ইউনিয়নের ডিলার আব্দুর রহিম উপজেলা খাদ্যগুদাম হতে ৬৭৪ বস্তা চাল(প্রতি বস্তায় ৩০ কেজি) উত্তোলন করেন। ্ওখান থেকে ৪৯৯ বস্তা চাল স্থানীয় মোস্তফাপুর বাজারের হাজি বাবলুর বাড়িতে সংরক্ষণ করেন।ঐ জায়গায় সংকুলান না থাকায় আরো ১৭৫ বস্তা চাল ঐ এলাকার খাতিজা খাতুন মাদ্রাসার সংলগ্ন ইব্রাহীম আলীর বাড়িতে রাখেন। ডিলার আব্দুর রহিমের ৩ জন শ্রমিক চামরুল ইউনিয়রে সরব্দিপুর গ্রামের ছইমুদ্দিন এর ছেলে ফেরদৌস(৪০).জহুরুল ইসলামের ছেলে কালাম(২৩).মাটাই গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে শফিকুল ইসালাম(৪২)এই তিনজন শ্রমিক বুধবার ভোড়ে তারা ইব্রাহীম মেম্বারের বাড়ি থেকে ৭২ বস্তা চাল জিয়ানগর ইউনিয়নের বড়িয়া গ্রামের আব্দুল কাদেরের চাতালে নিয়ে সরকারি সিল মহর যুক্ত বস্তা থেকে নামিয়ে প্লাস্তিক বস্তায় চাল পার করেন। আব্দুল কাদের মৃত-আফাজ মন্ডলের ছেলে। ঘটনা সূত্রে আরো জানা যায় যে,উক্ত ডিলারের কর্মচারী ঐ তিনজন পুনোরায় মোস্তফাপুরে মেম্বার ইব্রাহীম আলীর কাছে আরো চালের বস্তা নিয়ে যাওয়ার জন্য জোরতোর শুরু করলে উক্ত মেম্বার ইব্রাহীম উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে, তিনি ও খাদ্য নিয়ন্ত্রক অফিসার ,সেনাবাহিনী, পুলিশ র্ফোস সহ ঘটনারস্থলে উপস্থিত হয়ে ১৭৫ বস্তা সরকারি সিলযুক্ত খালি চটের বস্তা ও প্লাস্টিকে ভরা ১০৩ বস্তা মোট (১ মেট্রিক টন) চাল দুই এলাকা থেকে উদ্ধার করে ৪জনকে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে মামলা টি করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের খাদ্য পরিদর্শক কৃশ্ন পদ বর্ম্মণ। বিলম্ব হওয়ায় অদ্য ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে থানায় মামলা করেন।