দুপচাঁচিয়া হিন্দু(সনাতন) ধর্মাবলম্বীদের সাথে জামায়াত ইসলামী দলের মতবিনিময় সভা

34

দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধিঃ
দুপচাঁচিয়া হিন্দু(সনাতন) ধর্মাবলম্বীদের সাথে জামায়াত ইসলামী দুপচাঁচিয়া উপজেলা শাখার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০সেপ্টেম্বর সোমবার সকাল ১০টায় তিশীগাড়ী চাউল কল মালিক সমিতির কমিউনিটি সেন্টারে জামায়াত ইসলামী উপজেলা শাখার আমীর জনাব মোঃমুনসুর আলীর সভাপতিত্বে উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি মোঃ আরশাফ আলীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি বক্তব্য রাখন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য জনাব অধ্যক্ষ মোঃ শাহাবুদ্দিন বক্তব্যে বলেন আপনাদের সম্প্রদায়ে ধর্মীয় উৎসব আপনারা পালন করবেন,এটা আপনাদের ধর্মীয় অধিকার। আর আমরা আপনাদের পাশে আছি এবং থাকবো। এরপর বিশেষ অতিথি বক্তব্য দেন আমীর বাংলাদেশ জামায়াত ইসলামী দায়িত্ব প্রাপ্ত বগুড়া পশ্চিম অঞ্চল জনাব মোঃ অধ্যক্ষ আব্দুল হক সরকার,দুপচাঁচিয়া উপজেলা বাংলাদেশ জামায়াত ইসলামী সাবেক সভাপতি জনাব মোঃ বীর মুক্তিযোদ্ধা মাসুদ মিয়া,জমায়াত নেতা বীর মুক্তিযোদ্ধা মোঃনজরুল ইসলাম,বাংলাদেশ জামায়াত ইসলামে দুপচাঁচিয়া উপজেলা শাখার কর্ম পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা গোবিন্দপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মজিবর রহমান,দুপচাঁচিয়া উপজেলা কর্ম পরিষদের সদস্য ও গুনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ আবু তাহের। এছাড়াও হিন্দু সনাতন ধর্মাল্বীদের পক্ষে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সভাপতি অসিম কুমার দাস,সাঃসম্পাদক দুলাল চন্দ্র বসাক,হিন্দু খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু রথীন্দ্র নাথ বসাক(কালা),সাঃসম্পাদক ছোটন চক্রবর্তী,মাঝিপাড়া পূজা কমিটির সদস্য পরিমল চন্দ্র দাস। বিশিষ্ট ব্যবসায়ী বাবু ডিজেন্দ্রনাথ বসাক মন্টু,ব্যবসায়ী রমেন্দ্রনাথ বসাক,নয়ন চন্দ্র দাস,শিবেন দাস,প্রলয় সাহা,
মত বিনিময় সভা শেষে দুপচাঁচিয়া উপজেলার ৪০(চল্লিশ)টি পূজা মন্ডপের সভাপতি ও সাঃসম্পাদক এর নিকট জামায়াত ইসলামী বাংলাদেশ দুপচাঁচিয়া উপজেলার পক্ষ থেকে প্রতিটি পূজা মন্ডপে ২,০০০/=(দু’হাজার)টাকা প্রদান করেন।