মুখে মাস্ক না থাকায় কাহালুতে ১৫ জনকে জরিমানা

212

কাহালু (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার কাহালুতে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে বাজারে চলাচল করায় ভ্রাম্যমাণ আদালতে ১৫ জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত সবাই মাস্ক ছাড়াই চলাচল করছিলেন।

বুধবার দুপুরে কাহালু উপজেলার বিভিন্ন বাজারে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মাছুদুর রহমান।

এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাস্ক না থাকায় ১৫ জনকে মোট ২ হাজার ৯৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

ইউএনও মাছুদুর রহমান বলেন, করোনাকালীন সময়ে সরকারি নির্দেশনা মোতাবেক মাস্ক পড়া বাধ্যতামূলক। বাড়ি থেকে বের হলেই মাস্ক পড়তে হবে। মাস্ক ছাড়া অফিস-আদালত, ব্যবসা প্রতিষ্ঠানসহ অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠানে কোনো ধরণের সেবা দেওয়া হবে না।