আদমদীঘিতে বিষপানে স্ত্রীর মৃত্যু, স্বামী আশঙ্কাজনক

133

আদমদীঘি উপজেলা (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘিতে পারিবারিক কলহের জেরে বিষপানে নুরী বেগম (৩৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। স্ত্রীর মৃত্যু দেখে স্বামী সেকেন্দার আলীও (৪৫) বিষপান করে আত্ম্যহত্যার চেষ্টা করে। গুরুত্বর অবস্থায় তাকে প্রথমে দুপচাঁচিয়া হাসপাতালে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

মঙ্গলবার রাতে আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের চেচুঁয়া গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলার চেচুঁয়া গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে সেকেন্দার আলী একাধিক বিয়ে করে। পরে সিরাজগঞ্জের নুরী বেগমকে বিয়ে করে তার বাড়িতে থাকেন তিনি। মঙ্গলবার রাত ৯ টার দিকে স্বামী সেকেন্দার ও স্ত্রী নুরী বেগম শুয়ে পড়েন। একপর্যায়ে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জের ধরে বাকবিতন্ডা হয়। তখন স্ত্রী নুরী বেগম বিষপান করে ঘটনাস্থলেই মারা যান। এরপর স্বামী সেকেন্দার আলী বেকায়দা বুঝে তিনিও বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। প্রতিবেশিরা জানতে পেরে সেকেন্দার আলীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে দুপচাঁচিয়া হাসপাতালে ও পরে শজিমেক হাসপাতালে ভর্তি করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন জানান, ঘটনাস্থল পরিদর্শন করার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।