নামুজায় জেলা পরিষদের জায়গার ভাড়া তোলে দখলবাজেরা!

275

নামুজা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া সদরের নামুজায় জেলা পরিষদের জায়গার ভাড়া তোলে দখলবাজেরা!। জানা যায়, বগুড়া জেলা পরিষদ কর্তৃক বিগত ২৩/৩/২০১৭ তারিখে স্মারক নংঃ জেপব/১৮১ (অংশ) ২০১৬-২০১৭/৩৭৫ নোটিশে বলা হয়েছে। বগুড়া জেলা পরিষদের মালিকাধীন সদর উপজেলার নামুজা মৌজাস্থ জে,এল নং-০১, খতিয়ান নং-০৪, দাগ নং-৬৫ তে জেলা পরিষদের জায়গায় অনুমতি ব্যতিরেকে অবৈধভাবে দোকানঘর নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছেন। যা সরকারি আইনের পরিপন্থি। এহেন অবৈধ কাজের জন্য ইতোপূর্বে বিভিন্ন স্মারকে পত্র দেয়া হলেও অদ্যাবধি অবৈধভাবে নির্মিত স্থাপনা অপসারণ করেনি। এমতাবস্থায়, পত্র প্রাপ্তির ৭ দিনের মধ্যে আপনার নির্মিত অবৈধ স্থাপনা অপসারণ করার জন্য পুন:নির্দেশ দেওয়া হলো। অন্যথায় কেন আপনার বিরুদ্ধে অবৈধ উচ্ছেদ ও ফৌজদারি আইনে মামলা দায়ের করা হবে না তার সন্তোষজনক ব্যাখ্যা ৭দিনের মধ্যে দর্শাতে বলা হলো। উলে­খ্য গত ২৭/৩/১৭ তারিখে উচ্ছেদ করার নোটিশ জারির পরেও দেখা গেছে কেউ কেউ অবৈধ স্থাপনা আরও শক্তিশালি করে নির্মাণ কাজসহ ডেকোরেশন কাজ চালিয়ে যাচ্ছে। প্রতিটি দোকান থেকে ভাড়া বাবৎ দখলবাজরা প্রতিমাসে ৮শ’ টাকা আদায় করে। এতে করে বগুড়া জেলা পরিষদের জায়গায় অবৈধ দখলবাজরা প্রতি মাসে অনেক টাকা আদায় করে থাকে।
রবিবার দুপুরে বগুড়া জেলা পরিষদের সার্বেয়ার ফেরদৌস জামানসহ দুইজন ব্যক্তি নামুজায় অবৈধ দখলকৃত জায়গা মাফজোগ করতে থাকে। এ ব্যাপারে বগুড়া জেলা পরিষদ সদস্য মাফুজুল ইসলাম জানান, জেলা পরিষদের নির্দেশ ক্রমে তাদের পাঠানো হয়েছে। এতে করে জনমনে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।